করোনা পরবর্তী বিশ্বে প্রতিদিন হয়তো আমাদের দেখতে হবে অনাহারে হাজার হাজার মানুষের মৃত্যু, কোটি কোটি মানুষ বেকার হয়ে দরিদ্র হয়ে পড়বে। বিশ্বের বেশিরভাগ দেশেই এবার অর্থনৈতিক প্রবৃদ্ধি তো দূরের কথা, অর্থনীতি আরও সংকুচিত হয়ে পড়বে। ত্রিশের দশকের চেয়েও ভয়াবহ মন্দা বিশ্বকে গ্রাস করবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের।
থেমে গেছে সমস্ত যুদ্ধ, গোলাগুলি আর বোমার আঘাতে জীবন ও জনপদে ধ্বংসযজ্ঞ। তবে শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। করোনা ভাইরাস বদলে দিয়েছে গোটা পৃথিবীর সংঘাত আর যুদ্ধের চিত্র। করোনা জন্ম দিয়েছে নতুন কূটনৈতিক দ্বন্দ্ব। এ দ্বন্দ্ব বহুরাষ্ট্রের সাথে বহুমুখী। করোনার কারনে বিশ্ব ব্যবস্থা পুরোপুরি পাল্টে যাবার কথা বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
ভয়ানক এক মন্দার দিকে ধাবিত হচ্ছে বর্তমান বিশ্বের সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা আশংকা করছেন এবারের মন্দা ২০০১ ও ২০০৮ সালের মন্দাকে ছাড়িয়ে যাবে। করোনার কারনে যুক্তরাষ্ট্র পড়তে পারে মহামন্দার কবলে।
কিছুদিন আগেও যেটা কল্পনা করাই ছিল অসম্ভব, বাস্তবে তাই ঘটলো। আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অশোধিত জ্বালানি তেলের দাম ২০ ডলারের নীচে নেমে এসেছে। গত দুই দশকে এটাই সর্বনিম্ন দাম। তবে এখানেই হয়তো থেমে থাকবে না দরপতন। তেলের দাম ১০ ডলারের নীচে নেমে আসতে পারে।
চলছে ভারতের অর্থনীতিতে। অনেক খ্যাতিমান অর্থনীতিবিদ বর্তমান মন্দা পরিস্থিতিকে ভয়াবহ হিসেবে আখ্যায়িত করেছেন। আন্তর্জাতিক সংস্থা আইএমএফসহ বিভিন্ন অর্থনীতিবিদ ভারতের অর্থনীতির মন্দায় গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি পদক্ষেপ গ্রহনের আহবান জানিয়েছেন। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন এ মন্দা থেকে সহজে বেরিয়ে আসা সম্ভব হবে না।