আরবে সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা, আরবরা সংখ্যালঘু

আরবে এখন আরবরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে - ইন্টারনেট

  • মেহেদী হাসান
  • ২৩ আগস্ট ২০২০, ১৭:৫৫

ব্যাপকভাবে বদলে গেছে আরব দেশগুলোর জনসংখ্যার বিন্যাস। কোনো কোনো আরব দেশে বর্তমানে ৮০ থেকে ৯০ ভাগ পর্যন্ত মানুষ বিদেশী; স্থানীয়রা মাত্র ১০ থেকে ১৫ ভাগ। অতিমাত্রায় বিদেশী জনসংখ্যার আধিক্যের কারনে আরবে এখন আরবরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে কয়েকটি দেশে।

বিশেষ করে আরবের কয়েকটি দেশে ভারতীয়রা এখন অনেক বেশি ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ নাগরিক স্থানীয় আরবদের তুলনায়। আরবের ৬টি দেশের জনসংখ্যা পর্যালোচনায় দেখা গেছে প্রতিটি দেশে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ভারতের জনসংখ্যা।

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যার ৮৮ দশমিক ৫ ভাগ মানুষ বিদেশী নাগরিক বা শ্রমিক। দেশটিতে স্থানীয় জনগণের সংখ্যা মাত্র ১১ দশমিক ৫ ভাগ।

জাতিসংঘের ২০২০ সালের তথ্য অনুসারে বিদেশীসহ দেশটির মোট জনসংখ্যা ৯৮ লাখ ৯০ হাজার । বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে আরব আমিরাতে স্থানীয় বা আমিরাতি জনসংখ্যা মাত্র ১০ থেকে ১১ লাখ।

উইকিপিডয়ায় প্রদত্ত ভারতের দূতাবাস কর্তৃক সরবরাহকৃত তথ্য অনুসারে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নাগারিক রয়েছে ২৬ লাখ। এ হিসেবে দেশটির মোট জনসংখ্যার ২৭ ভাগ ভারতীয়।

অপর দিকে ২০১৯ সালের সেপ্টম্বরে জাতিসংঘের পপুলেশন ডিভিশন কর্তৃক মাইগ্রেশন বিষয়ক প্রকাশিত প্রতিবেদন অনুসারে ৩৩ লাখ ভারতীয় রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

জাতিসংঘের এ প্রতিবেদন অনুসারে ভারতের বাইরে সবচেয়ে বেশি ভারতীয় নাগরিক রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে আরব আমিরাতের ৯০ লাখ বিদেশী রয়েছে। বিদেশী নাগরিক বসবাসের সংখ্যার দিক দিয়ে আরব আমিরাতের অবস্থান বিশ্বে ৫ম। আর শতকরা হিসেবে বিশ্বে প্রথম।

২০১৪ সালের পাকিস্তানের সরকারি তথ্য অনুসারে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের জনসংখ্যা রয়েছে ১২ লাখ এবং তা দেশটির মোট জনসংখ্যার ১২ দশমিক ৫৩ ভাগ।

জনসংখ্যার শতকরা হিসেবে সংযুক্ত আরব আমিরাতে ভারত ও পাকিস্তানের পর রয়েছে দেশটির স্থানীয় জনসংখ্যার হার। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতের জনসংখ্যার স্থান দেশটিতে তৃতীয়। অর্থাৎ দেশটিতে স্থানীয় আমিরাতিরা তৃতীয় সারির সংখ্যালঘু এবং তা মাত্রা সাড়ে ১২ শতাংশ।

সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে ২০১২ সালের পর থেকে বাংলাদেশ থেকে লোক নেয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। গত মাসে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান আরব নিউজকে এক সাক্ষাতকারে বলেন, অনুমান ৫ লাখ বাংলাদেশী রয়েছে সেখানে বর্তমানে। তবে ইউকিপিডিয়াসহ বিভিন্ন মাধ্যমের সূত্র অনুযায়ী দেশটিতে বর্তমানে ৭ লাখ বাংলাদেশী রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে বিদেশী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে দক্ষিন এশিয়ার তথা ৫৯ দশমিক ৪ ভাগ।

পৃথক পৃথক সাতজন আমিরের নেতৃত্বে পরিচালিত সাতটি রাজ্য নিয়ে গঠিত সংযুক্ত আরব আমিরাত। সাতটি রাজ্য হলো আবুধাবি, দুবাই, সারজা, আজমান, উম আল কুয়াইন, রাস আল খাইমাহ ও ফুজাইরাহ। দেশটির রাজধানী আবুধাবি। সৌদি আরব সীমান্ত সংলগ্ন দেশটির আয়তন ৩২ হাজার ৩০০ বর্গমাইল।

দেশটির ৭৫ ভাগ মানুষ বাস করে আবুধাবি, দুবাই এবং সারজা এ তিনটি রাজ্যে।
সংযুক্ত সংযুক্ত আরব আমিরাতে ফিলিপাইনের ৫ লাখ ২৫ হাজার, ইরানের ৪ থেকে ৫ লাখ, মিশরের ৪ লাখ, নেপালের ৩ লাখ, শ্রীলঙ্কার ৩ লাখ, সিরিয়ার ২ লাখ ৫০ হাজার, যুক্তরাজ্যের ২ লাখ ৫০ হাজার, চীনের ২ লাখ এবং জর্ডানের ২ লাখ লোক রয়েছে।
গংযুক্ত আরব আমিরাতে এক থেকে দেড় লাখ লোক রয়েছে যেসব দেশের সে দেশগুলো হলো আফগানিস্তান, দক্ষিন আফ্রিকা ও লেবানন। ৫০ হাজার থেকে ৯০ হাজার লোক রয়েছে এমন দেশগলো হলো ইয়েমেন, ইন্দোনেশিয়া, সুদান, সৌদি আরব, সোমালিয়া, ইরাক, মার্কিন যুক্তরাষ্ট্র।

দেশটিতে ১০ থেকে ৪০ হাজার লোক রয়েছে যেসব দেশের সেগুলো হলো কানাডা, কেনিয়া, ফ্রান্স, অষ্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, ইতালি, দক্ষিন কোরিয়া, থাইল্যান্ড এবং তুরস্ক।

এ ছাড়া আজরাবাইজান, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, কলোম্বিয়া, কাজাখস্তান, গ্রিস, সার্বিয়া, ইউক্রেন, সুইডেন, ডেনমার্ক, মেক্সিকো, বেলজিয়াম, ইরিত্রিয়ার তিন থেকে সাত হাজার লোক বাস করে ।

জাপান, অস্ট্রিয়া, বেলারুস, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, পোল্যান্ড, সিঙ্গাপুর প্রতিটি দেশের দুই হাজারের অধিক লোক রয়েছে সংযুক্ত আরব আমিরাতে।

সৌদি আরব
সৌদি আরবের মোট জনসংখ্যার ৩৭ ভাগ মানুষ বিদেশী । বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ভারতের মানুষ। সৌদি আরবে যত বিদেশী নাগরিক রয়েছে তার মধ্যে ২৬ দশমিক ৩ ভাগ ভারতীয়। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান । বিদেশী লোকদের মধ্যে সেখানে পাকিস্তানের রয়েছে ২৪ দশমিক ২ ভাগ লোক।

এরপরে রয়েছে বাংলাদেশের নাম। বিদেশী নাগরিকদের মধ্যে বাংলাদেশীদের সংখ্যা শতকরা ১৯ দশমিক ৫ ভাগ। মিশরের ১৯ দশমিক ৩ ভাগ এবং ফিলিপাইনের ১৫ দশমিক ৩ ভাগ মানুষ রয়েছে। এ ছাড়া সৌদি আরবে পশ্চিমা তথা ইইরোপ আমেরিকার মানুষ রয়েছে ১ লাখ। এ তথ্য উইকিপিড়িয়ার সর্বশেষ ২০১৯ সালের।

২০১৯ সালের তথ্য অনুসারে সৌদি আরবের মোট জনসংখ্যা ৩ কোটি ৪২ হাজার। দেশটির আয়তন ৮ লাখ ৩০ হাজার বর্গমাইল। আয়তনের দিক দিয়ে বিশ্বের ১২ তম বহৎ দেশ সৌদি আরব।

২০১৯ সালের তথ্য অনুসারে সৌদি আরবে ভারতীয় নাগরিকদের মোট সংখ্যা ২৬ লাখ। পাকিস্তানের জনসংখ্যাও এর কাছাকাছি। গত ১৬ ফেব্রæয়ারি আরব নিউজে প্রকাশিত তথ্যে বলা হয়েছে সৌদি আরবে ১৫ লাখ বাংলাদেশী রয়েছে।

২০১৯ সালে অক্টোবরে সৌদি আরব সফরকালে আরব নিউজকে এক সাক্ষাতকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২৬ লাখ ভারতীয় নাগরিক সৌদি আরবকে তাদের সেকেন্ড হোম বানিয়েছে। তারা সৌদি আরবের উন্নয়ন ও অগ্রগতিতে ভ‚মিকা পালন করছে। তাদের কঠোর পরিশ্রম, কমিটমেন্ট ও সুনাম দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালীকরণে ভূমিকা পালন করছে।

তবে ২০১৭ সালের পর থেকে সৌদি আরবে বিদেশী লোক নেয়া যেমন কমেছে তেমনি একই সাথে সেখান থেকে বিপুলস্যংক বিদেশী শ্রমিক নিজ দেশে অথবা অন্য দেশে চলে গেছে। ২০১৭ সাল থেকে প্রায় ২০ লাখ বিদেশী শ্রমিক সৌদি আরব ছেড়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। অপর দিকে গত ৩০ মাসে বিদেশী শ্রমিক নেয়া আগের তুলনায় ২০ ভাগ কমেছে। অপর একটি তথ্য অনুযায়ী সিরিয়া যুদ্ধের পর থেকে বিপুলসংখ্যক সিরিয়ান অভিবাসী সৌদি আরবে পাড়ি জমিয়েছে এবং সৌদি আরবে বিদেশীদের মধ্যে তাদের অবস্থান উল্লেখযোগ্য পর্যায়ে চলে এসেছে।

ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, মিশরের পর অপর যেসব দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে সৌদি আরবে সে দেশগুলো হলো ইয়েমেন, ইন্দোনেশিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, লেবানন, জর্ডান, ফিলিস্তিন, সুদান, তুরস্ক এবং সোমালিয়া।
উইকিপিডিয়ার তথ্য অনুসারে সৌদি আরবে ফিলিপাইনের ১৬ লাখ, ইয়েনের ১০ লাখ, ইন্দোনেশিয়ার সাড়ে আট লাখ, মায়ানমারের ৫ লাখ, শ্রীলঙ্কার সাড়ে তিন লাখ, নেপালের সোয়া তিন লাখ, লেবাননের তিন লাখ, এবং জর্ডান, ফিলিস্তিন, সুদান ও তরস্ক প্রতিটি দেশের ২ লাখের উপরে জনসংখ্যা রয়েছে সৌদি আরবে।

কাতার
বিশ্বের শীর্ষ ধনি দেশ কাতার। চলতি বছরের সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায় কাতারের জনসংখ্যা ২৮ লাখ ৬০ হাজার। সংযুক্ত আরব আমিরাতের মতো কাতারের স্থানীয় লোকজন কাতারের সংখ্যালঘু। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুসারে কাতারের মোট জনসংখ্যার মাত্র ১০ ভাগের কিছু বেশি কাতারি এবং বাকী প্রায় ৯০ ভাগ বিদেশী শ্রমিক বা নাগরিক। কাতারেও সবচেয়ে বেশি রয়েছে ভারতীয় নাগরিক তথা ২৪ ভাগ। এরপর নেপালের ১৬ ভাগ, অন্যান্য আরব দেশের ১৩ ভাগ, ফিলিপিনো ১১ ভাগ এবং বাংলাদেশ ও শ্রীলংঙ্কার ৫ ভাগ করে।

২০১৯ সালের তথ্য অনুসারে কাতারে কাতারিদের সংখ্যা মাত্র ৩ লাখ ৩৩ হাজার এবং শতকরা হিসেবে এটি ১০ দশমিক ৫ ভাগ। কাতারের আয়তন ৪ হাজার ৪৭১ বর্গমাইল।

উইকিপিডিয়াসহ আরো বিভিন্ন সংস্থার ২০১৯ সালের তথ্য অনুসারে কাতারে বর্তমানে ভারতীয়দের সংখ্যা ৭ লাখ, বাংলদেশী ৪ লাখ, মিশরীয় ৩ লাখ, ফিলিপাইনের আড়াই লাখ, পাকিস্তানের দেড় লাখ লোক রয়েছে।

২০১৮ সালের তথ্য অনুসারে কাতারে নেপালের ৪ লাখ লোক রয়েছে। তবে বর্তমানে এ সংখ্যা আরো অনেক বেশি যে কারনে কোনো কোনো সংস্থার তথ্যে কাতারে ভারতের পরই নেপালের নাম দেখানো হয়েছে শতকরা হিসেবে। এসব সংস্থার প্রতিবেদনে কাতারে বাংলাদেশীদের সংখ্যা ১২ দশমিক ৫ ভাগ দেখানো হয়েছে ২০১৯ সালের তথ্য অনুসারে।

এ ছাড়া কাতারে আরো যেসব দেশের উল্লেখযোগ্য পরিমানে জনসংখ্যা রয়েছে সেগুলো হলো সুদান, সিরিয়া, জর্ডান, লেবানন, মার্কিন যুক্তরাষ্ট্র, কেনিয়া, ইরান, ইন্দোনেশিয়া, তিউনিশিয়ায়, ইথিওপিয়া, যুক্তরাজ্য, নাইজেরিয়া, চীন, তুরস্ক, কানাডা, দক্ষিন আফ্রিকা, ফিলিস্তিন, ঘানা, ইরিত্রিয়া, ইরাক, ফ্রান্স প্রভৃতি।

ওমান
২০১৯ সালের তথ্য অনুসারে ওমানের জনসংখ্যা ৫০ লাখ। ২০১৮ সালের ওমানের সরকারি তথ্য অনুযায়ী দেশটিতে বিদেশী নাগরিকদের সংখ্যা ২০ লাখ । ওমানের মোট জনসংখ্যার শতকরা ৪৫ ভাগ বিদেশী।
ওমানে বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়।

ওমানের ন্যশনাল সেন্টার ফর স্টাটেসটিকস অ্যান্ড ইনফরমেশন এর তথ্য অনুসারে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত ওমানে ভারতীয়দের সংখ্যা ছিল ৬ লাখ ৬৪ হাজার। আর বাংলাদেশীদের সংখ্যা ছিল ৬ লাখ ৬৩ হাজার। ২০১৮ সালের ১০ ডিসেম্বর এ খবর পরিবেশন করে টাইমস অব ওমান জানায় বাংলাদেশীদের টপকে ওমানে আবার শীর্ষ স্থান দখল করেছে ভারত। খবরে বলা হয় ২০১৭ সালে সেখানে বাংলাদেশীদের সংখ্যা ছিল ৬ লাখ ৯২ হাজার এবং ভারতীয়দের সংখ্যা ছিল ৬ লাখ ৮৮ হাজার। টাইমস ওব ওমানের খবরে বলা হয় ২০১৮ সালে ওমানে ২ লাখ ১৯ হাজার পাকিস্তানী ছিল।

এ ছাড়া ওমানে ইন্দোনেশিয়া, ফিলিপাইন, শ্রীলঙ্কা, মিশর, জর্ডানসহ বিভিন্ন আরব দেশের জনসংখ্যা রয়েছে।

দেশটির আয়তন ১ লাখ ১৯ হাজার ৫শ বর্গমাইল।

কুয়েত
২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েতের জনসংখ্যা ৪৭ লাখ। এ বছর তা ৪৮ লাক হওয়ার কথা রয়েছে।

উইকিপিডিয়ার তথ্য অনুসারে কুয়েতের মোট জনসংখ্যার ৭০ ভাগ বিদেশী। ২৮ থেকে ৩২ ভাগ স্থানীয়।

দেশটির আয়তন ৬ হাজার ৮৮০ বর্গমাইল।
ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তথ্য অনুসারে কুয়েতে স্থানীয় জনসংখ্যা ৩১ ভাগ। দক্ষিন এশিয়ার ৩৭ দশমিক ৮ ভাগ, অন্যান্য আরব দেশের ৩৮ ভাগ লোক রয়েছে ।

এছাড়া আফ্রিকা ও অন্যান দেশের মানুষ ৩ ভাগ।

কুয়েতেও বিদেশীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা সবচেয়ে বেশি । কুয়েতে ভারতের ৮ লাখ ২৫ হাজার, মিশরের ৫ লাখ ১৭ হাজার, ফিলিপাইনের ১ লাখ ৮৫ হাজার, বাংলাদেশের ১ লাখ ৮১ হাজার, সিরিয়ার ১ লাক ৪০ হাজার, শ্রীলঙ্কার ১ লাখ ৩০ হাজার, পাকিস্তানের ১ লাখ ২৬ হাজার, জর্ডান ও ফিলিস্তিনের ১ লাখ লোক রয়েছে।

এ ছাড়া ইথিওপিয়ার ৭৪ হাজার, নেপালের ৬২ হাজার, লেবাননের ৪২ হাজার লোক রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সৈন্যসহ মোট ৩০ হাজার লোক রয়েছে কুয়েতে। পাশপাশি ইরাক, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, দক্ষিন আফ্রিকা, ইয়েমেনের ১০ থেকে ১৫ হাজার করে লোক রয়েছে কুয়েতে।

বাহরাইন
বাহরাইনের জনসংখা ১৫ লাখ। এর মধ্যে প্রায় ৫৫ ভাগ বিদেশী।

সিআইএ ফ্যাক্টবুকসহ বিভিন্ন সংস্থার তথ্য অনুসারে বাহরাইনের জনসংখ্যার মধ্যে ৪৬ শতাংশ স্থানীয়, ৪৫ দশমিক ৫ ভাগ এশিয়ান এবং ৫ ইউরোপ, আফ্রিকা ও আরবের বিভিন্ন দেশ মিলিয়ে।

মিডল ইস্ট ইনস্টিটিউট কর্তৃক ২০১৯ সালের ২৩ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে বাহরাইনে ৩ লাখ ৫০ হাজার ভারতীয় রয়েছে। অপর দিকে উইকিপিডয়ার তথ্য অনুযায়ী বাহরাইনে ৪ লাখ ভারতীয় রয়েছে যা বাহরাইনের মোট জনসংখ্যার ৩১ ভাগ।

বিডিভিউজ-এ প্রকাশিত লেখার স্বত্ব সংরক্ষিত। তবে শিক্ষা এবং গবেষণার কাজে সূত্র উল্লেখ করে ব্যবহার করা যাবে